শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামীলীগ পুলিশ এবং বিএনপির মধ্যে ক্রিমুখি সংঘর্ষের ঘটনায় জড়িত ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বিএনপি কর্মীরা হলো জামতৈল গ্রামের হাবিল উদ্দিন এবং আলোকদিয়ার গ্রামের লাবলু তালুকদার। অপরদিকে শনিবার সকালে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ জন অজ্ঞত ব্যক্তির নামে মামলা করেছে। উল্লেখ্য শুক্রবার দুপুরে আওয়ামীলীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখি সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে ২৫ জন আহত হয়। সংঘর্ষে ২টি প্রাইভেটকার সহ কয়েকটি মটরসাইকেল ভাঙ্গচুর করা হয়। সংঘর্ষের জন্য একে অন্যকে দায়ী করে। উল্লেখ্য, যে শুক্রবার কামারখন্দে সংঘর্ষের পর ঘটনার স্থল থেকে পুলিশ ৫টি ককটেল উদ্ধার করেছে এবং গ্রেফতারকৃত ২ জনকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত সুনানি শেষে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয় বলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরন্নবী এতথ্য নিশ্চিত করেন।
এদিকে নাশকতা সৃষ্টির জন্য বিএনপি পরিকল্পিত হামলা করায় এর প্রতিবাদে শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। দলীয় অফিসের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশ এ্যাড.কে এম হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে চলেছে বিএনপি। তাদের এই হীনকার্য্য কোন দিনই বাংলার মাটিতে কার্য্যকরি করতে দেবে না এদেশের শান্তি প্রিয় জনগণ। অতিসত্তর দায়েরকৃত মামলা আসামীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সাবেক সহ সভাপতি বিমল কুমার দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আব্দুল হাকিম প্রমুখ। মিছিলটি সোহরাওয়াদ্দী সড়ক- মুজিব সড়ক হয়ে দলীয় অফিসে এসে শেষ হয়।