ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে বিএডিসি‘র সাথে চুক্তিবন্ধ চাষী সমবায় সমিতির মহা সম্মেলন
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-১৯ ০৯:৩৮:৩০

দিনাজপুরে ‘আমরা যোগাই বীজের যোগান রখি সারাদেশেরচাষীর সম্মান যোগান বিএডিসি চুক্তিবন্ধ চাষী সমবায় সমিতির মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । 

আজ শনিবার দুপুরে দিনাজপুর রামসাগর গেষ্ট হাউজে এই মহা সম্মেলন অনুষ্ঠিত হয় । দিনাজপুর জেলা বিএডিসি চুক্তিবন্ধ চাষী সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএডিসি চুক্তিবন্ধ চাষী সমবায় সমিতির সভাপতি সালাউদ্দীন আহমেদ  । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএডিসি চুক্তিবন্ধ চাষী সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান । এছাড়া সারা দেশের ২৩ জোনের বিএডিসি চুক্তিবন্ধ চাষীরা । 

এই মহা সম্মেলনে বক্তরা বলেন , আমরা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বীজ উ’পাদন করে বিএডিসি কর্তৃপক্ষকে দিয়ে দেশের বীজের যোগান দিয়ে থাকি। আমরা ঠিক মত আমাদের বীজের মুল্য পায় না। আমরা ৬ থেকে ৭ মাস বিএডিসি অফিসে ঘুরে ঘুরে আমাদের বীজের টাকা দেয়া হয়। আমরা বীজ দেব সাথে সাথেই আমাদের বীজের টাকা পরিশোধ করতে হবে। আমাদের বীজ বিএডিসি গুদামে যাওয়ার আগেই আমাদের বীজের দাম নির্ধারন করে দিতে হবে।  আমাদের বীজ দেওয়ার ৬ মাস পর বীজের দাম বিএডিসি কর্মকর্তারা ইচ্ছেমত দাম ধরে আমাদেরকে বীজের দাম দেওয়া  হয়। এতে করে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি । চলতি আমন ধানের বীজের দাম র্পুবেই নির্ধারন করে না দিলে এ বছর থেকে আর বিএডিসি কর্তৃপক্ষকে বীজ সরবরাহ করার বন্ধ করে দেওয়ার হুশিয়ারী করে দেন। 

এ সময় আরোও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার এনামুল হক, রাজশাহীর  ইউসুফ আলী , ট্ঙ্গাাইলের ফজলুল হক, জামালপুরের আব্দুল হাকিম , দিনাজপুরের আমির খসরু  সহ দেশের বিভিন্ন জেলা থেকে  ৮০ জন বিএডিসি‘র সাথে চুক্তিবন্ধ চাষী মহা সম্মেলনে অংশ গ্রহন করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী