ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে কাউতলী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। উদ্বোধন শেষে মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবিরর, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। জেলা প্রশাসন সূত্র জানায়, ২০ নভেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী এই মেলায় ৭৫ টিরও অধিক দপ্তর অংশগ্রহন করছে। এতে উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া/প্রজেক্ট প্রদর্শণীর মাধ্যমে প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে।