সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চায়না মালিকনাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এঘটনায় কারখানার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা জানায়,চায়না মালিকানাধীন ওই কারখানায় প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। পরে কয়েকদিন ধরে কারখানার কিছু নারী শ্রমিককে যৌন হয়রানী করেন কারখানার এ্যাডমিন ম্যানেজার রমজান আলী। এঘটনায় শ্রমিকরা কারখানা কতৃপক্ষের কাছে বিচার দাবি করলে উল্টো কারখানা কতৃপক্ষ ৩২ জন নিরিহ শ্রমিককে চাকরিচ্যুত করেন। পরে শ্রমিকরা ওই এ্যাডমিন ম্যানেজারের বিচার ও চাকরিতে পূর্ণবহালের দাবিতে আজ সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখানো কারখানার সামনে অবস্থানে রয়েছে।
এবিষয়ে কারখানার এ্যাডমিন কর্মকর্তা ফজলুল কাদের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভাই আমি বাহিরে আছি পরে কথা বলবো।’