ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ দুই জন আহত
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-১১-১৯ ০৯:২২:৫১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পৌর শহেরর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে মোল্লা বাড়ি এলাকয় লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের উপর গুলি ছুঁড়লে সোনারামপুর ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহবায়ক ইমান আলী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে গুলিবিদ্ধ নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহবায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের আহত করেছে। 

তবে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা