ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
দিনাজপুরে চলতি বছরে ১৪ হাজার ৪১৭ মেট্রিক টন ধান ও ৪৭ হাজার ৬৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-১৭ ১১:৪০:১৪

দিনাজপুরসহ জেলার ১৩টি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের উটতি আমন ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে । 

আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার  দিনাজপুর শহরের পুলহাট এলএসডি গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

খাদ্য মন্ত্রীর অনলাইনে বক্তব্য শুনার পর স্থানীয় ভাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, দিনাজপুরের খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাথি দাস, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন প্রমুখ।

ধানের বস্তার সাথে লাগানো ফিতা কেটে দিনাজপুর জেলায় আমন ধান সংগ্রহ ও চাল সংগ্রহের উদ্ধোধন করেন । এই চলতি অর্থবছরে জেলায় সরাসরি কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৪১৭ মেট্রিক টন ধান ও ৪৭ হাজার ৬৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে ।

দিনাজপুরে নিরাপদ বিষমুক্ত বারোবাসি ড্রাগন ফল পাওয়ার  দৃষ্টান্ত স্থাপন করেছেন রতন কুমার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খিরার আবাদ
চিরিরবন্দরে গীষ্মকালিন পেঁয়াজের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
সর্বশেষ সংবাদ