ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • রাজশাহী প্রতিনিধিঃ
  • ২০২২-১১-১৭ ১১:২০:৫০

রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজারস্থ মুনলাইট গার্ডেনে সভা শুরু হয়ে চলে বেলা ২ টা পর্যন্ত।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং সার্বিক পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।

বর্ধিত সভায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং  বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সন্মেলন-২০২২ সর্বাত্মকভাবে সফল এবং সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সহ চলমান রাজনীতি প্রসঙ্গ, সাংগঠনিক বিষয় এবং বিবিধ আলোচ্য বিষয়ে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন নবাব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন-নেসা তালুকদার। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ জেলা ও ৯ টি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ