দিনাজপুরের হিলিতে দুই দিন ব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২২ এর সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার সমাপ্তি ঘটে। এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।
মেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২২ টি বিদ্যালয় অংশ গ্রহণ করেন। সিনিয়র গ্রুপে হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ প্রথম, হাকিমপুর সরকারি কলেজ দ্বিতীয় ও হাকিমপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজম্যামেন্ট ইনস্টিটিটিউট তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়াও জুনিয়র গ্রুপে ছাতনী রাউতারা জে এম ফাযিল মাদ্রাসা প্রথম, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও ফেরদৌস আলী খান স্কুল এ্যান্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করেন।