ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রিটিশ বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ি সংরক্ষণ দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-১৭ ১১:০০:২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের  সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো.শাহাগীর আলম চট্টগ্রামে অফিশিয়াল কাজে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক আবদুন নূর,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন,উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এড.অসীম কুমার বর্দ্ধন,বিশিষ্ট কবি ও কথাশিল্পী এড.মানিক রতন শর্মা,নদী সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক খালেদা মুন্নী,সংস্কৃতিকর্মী এড.ফারুক আহমেদ,কবি রিপন দেবনাথ।

সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন বলেন,আমরা অনেকদিন ধরেই মহান বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি সংরক্ষণের দাবী জানিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী চক্র বাড়িটি পুরো অবৈধভাবে দখলের নানা অপচেষ্টা করছে। আশংকা করছি দ্রুততম সময়ের মধ্যে উল্লাসকর দত্তের জন্মভিটার সামনে স্থাপনা নির্মাণ করে ভিটিটি আড়াল করে দিয়ে পরে ভেঙ্গে ফেলতে পারে। তাই বাড়িটি সংরক্ষণের দাবীতে আজ স্মারকলিপি দিয়েছে। আগামী অন্যান্য জোরালো কর্মসূচী পালন করবো।

উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান বলেন,বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি ধ্বংসপ্রায়। বাড়ির উঠোনজুড়ে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নতুন স্থাপনা তৈরী করছে। এতে করে উল্লাসকর দত্তের বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এ বাড়িটি আমাদের গর্ব ও অহংকারের। তাই বাড়িটি দ্রুত পদক্ষেপে সংরক্ষণ করা হউক।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রুহুল আমিন বলেন,আমরা স্মারকলিপি পেয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী