ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফ‌টের ভেত‌রে এক কন‌্যা শিশুর লাশ উদ্ধার
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-১১-১৭ ০৬:৩৫:০৪
বান্দরবান বিশ্ব‌বিদ‌্যাল‌য় ভব‌নের লিফ‌টে আটকা পড়ে এক কন‌্যা শিশুর মৃত‌্যু হ‌য়ে‌‌ছে। এসময় ভব‌নের দা‌ড়োয়ান আটকা প‌ড়ে আহত হ‌য়ে‌ছে। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে বান্দরবান হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। বৃহস্প‌তিবার (১৭ন‌ভেম্বর) দুপু‌রে বিশ্ব‌বিদ‌্যালয় ভব‌নের লিফ‌টে এ ঘটনা ঘ‌টে। আটকা পড়া ওই কন‌্যা শিশুর নাম সা‌বেকুন্নাহার (১৩), সে সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান আবদুল কুদ্দুস এর ছে‌লে সো‌হে‌লের বাসায় কাজ কর‌তো। তার বা‌ড়ি বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা। দা‌ড়োয়া‌নের নাম নুরুল আমিন। উদ্ধারকারীরা জানায়, বুধবার (১৬ন‌ভেম্বর) রাত থে‌কে খু‌জে পাওয়া যা‌চ্ছিলনা সা‌বেকুন্নাহার না‌মের কন‌্যা শিশু‌টি‌কে। সকা‌লে দা‌ড়োয়ান উপ‌রে যাওয়ার জন‌্য লিফ‌টের ভিত‌রে ঢু‌কলে উপর থে‌কে রক্ত পড়‌তে দে‌খেন। উপ‌রে উঠার সময় হঠাৎ মে‌য়ে‌টি‌র লাশ লিফ‌টের ভেত‌রে প‌রে। এসময় লিফট‌ থে‌মে গি‌য়ে তি‌নিও ভিত‌রে আটকা প‌ড়ে গে‌লে চিৎকার কর‌তে থাকেন। প‌রে খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ, সেনাবা‌হিনী ও স্থানীয়রা মি‌লে প্রথ‌মে দা‌ড়োয়ান‌কে উদ্ধার ক‌রে। প‌রে প্রায় ৩ঘন্টার চেষ্ঠায় মে‌য়ে‌টির লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে দা‌ড়োয়ান নুরুল আমিন জানান, সকা‌লে লিফ‌টের ভেত‌রে ঢু‌কে উপর থে‌কে রক্ত পড়তে দে‌খি। কিছুক্ষণ পর কন‌্যা শিশু‌টির লাশ আমার সাম‌নে লিফ‌টের ভেত‌রে প‌ড়ে। প‌রে আমি ভ‌য়ে চিৎকার ক‌রে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লি। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) সর্দার মির্জা জ‌হির উদ্দিন জানান, লিফ‌টের ভেতর থে‌কে কন‌্যা শিশুর লাশ ও দা‌ড়োয়ান‌কে আহত অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। বিস্তা‌রিত তদন্ত ক‌রে বলা যা‌বে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ