ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধি নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১১-১৫ ০৬:৪৪:২৩

রাজনৈতিক দলগুলোয় শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করণে সংবাদ সম্মেলন করেছে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা শহরের কুখাপাড়াস্থ ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে এই সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর জেলা সমন্বয়কারী কামাল হোসেন। সদর পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সান্তনা চক্রবর্তির সভাপতিত্বে সম্মেলনে জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিল্পি রানী রায়, বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রুমানা আকতার, সদর উপজেলার ল²ীচাপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য শ্যামলী রানী বক্তব্য দেন।

এতে জানানো হয় গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) অনুসারে ২০২২সালের মধ্যে রাজনৈতিক দলগুলোয় শতকরা ৩৩ভাগ নারী প্রতিনিধি নিশ্চিত করার কথা কিন্ত দুই বছর অতিক্রম হলেও শতভাগ বাস্তবায়ন হয়নি।

উল্লেখ করা হয় আওয়ামীলীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টিতেও শীর্ষ পদগুলোতে নারীদের স্থান হয়নি এখোনো। নারীরা পদ পেয়েছে মহিলা বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক বা সদস্য হিসেবে। সংবাদ সম্মেলনে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি বলেন, আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিন থেকে জড়িত। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী ছিলাম কিন্তু মনোনয়ন জোটেনি ভাগ্যে। নারীদের এসব জায়গায় প্রাধান্য দেয়া হলে নারী নেতৃত্ব এমনকি নারীদের রাজনীতি করার জায়গা আরো সম্প্রসারণ ঘটবে।

সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের জন্য যে সুযোগ সৃষ্টি করেছেন তা অতীতে কেউ করেনি। প্রতিটি ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার পাচ্ছেন এমনকি বিকশিত করারও সুযোগ পাচ্ছেন তবে এখোনো সবক্ষেত্রে নারীদের অবস্থান নিশ্চিত হয়নি। আমরা সরকারের আছে প্রত্যাশা করি যেন আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনগুলোয় নারীদের অগ্রাধিকার দেয়া হয়।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ