ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
সিরাজগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিত ও মারপিট করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১১-১৫ ০৫:১০:২২

সিরাজগঞ্জের কামারখন্দের পাইকশার ইসলাম নগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় মাদ্রাসার এলাকার পাইকশা-কান্দাপাড়া সড়কের পাশে এই মানববন্ধনের অংশগ্রহণ করেন  প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধন কালিন সময়ে হামলাকারীর ও তার পেটুয়া বাহিনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য,সেলিম বাহিনীর হাতে লাঞ্ছিত  ও হামলার প্রতিবাদে, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ১৩ নভেম্বর বিকাল ৪টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে সেলিম ও তার বাহিনী প্রবেশ করে অতর্কিত ভাবে  অধ্যক্ষ বজলুর রহমানের উপর হামলা চালায়। পরে সহকর্মীরা আহত অধ্যক্ষকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে কামারখন্দ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

এব্যাপারে কামারখন্দ থানা পুলিশ কর্মকর্তা নূরনবী প্রধান জানান, ইতিমধ্যেই এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা দেশের মোসলমানরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ না : মঈন খান
টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ
পলাশে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম