ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
‘আমি প্রেস ক্লাব দেখে মুগ্ধ’ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে কম্পিউটার প্রদান করে ডিসি শাহগীর
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-১৫ ০৪:৫৯:৫৮

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার এবং আধুনিকায়ন কাজের ভুয়সী প্রশংসা করে জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেছেন-আমি প্রেস ক্লাব দেখে মুগ্ধ। তিনি আজ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে দুটি কম্পিউটার প্রদানকালে একথা বলেন। এরআগে গত ১১ই নভেম্বর তিনি প্রেস ক্লাব পরিদর্শন করে অভিভূত হন। বলেন ক্লাবে কর্পোরেট লুক চলে এসেছে। কম্পিউটার প্রদানকালে ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি,সদস্য সচিব জাবেদ রহিম বিজন,আহবায়ক কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্য,প্রেস ক্লাব সাবেক সভাপতি মো: আরজু ও খ আ ম রশিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২০-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ দায়িত্বগ্রহণের পর প্রেসক্লাবের আভ্যন্তরীন সাজসজ্জা বৃদ্ধি ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সংযোজন করার মাধ্যমে প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে ২০২১ সালের মার্চ মাসে হেফাজত ইসলামের হামলার শিকার হয় প্রেসক্লাব। এরপরই পূর্বপরিকল্পিত আধুনিকায়ন কাজের পরিকল্পনায় ক্ষতিগ্রস্থ অংশের সংস্কারসহ প্রেসক্লাবের সার্বিক নিরাপত্তার বিষয়টি সংযোজন করে প্রস্তাবিত নকশা চূড়ান্ত করা হয়। এতে সাউন্ড সিষ্টেম,কনফারেন্স টেবিল সংযোজনসহ মিলনায়তনের আধুনিকায়নের সকল কাজ,রিসিপশন-ওয়েটিং,পাঠাগার,আইটি কক্ষসহ গ্লাস পার্টিশনের মাধ্যমে ক্লাব কার্যালয়ের প্রতিটি কক্ষের পুনরায় বিভাজন এবং আধুনিকায়ন করা হয়। যাতে প্রায় ১ কোটি টাকা আনুমানিক ব্যয় হচ্ছে। এই কাজের প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে বলে ক্লাব কর্মকর্তারা জানান।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন