ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ মহিলা কারবারী আটক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১১-১৪ ০৫:৪১:২৭
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত রুবি আক্তার (২৭) উপজেলার নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার স্ত্রী। ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে মাদক কারবারী রুবি আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ হাজার ৬শত পিস ইয়াবা ও নগদ ৬১ হাজার পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
নবীনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ সোহেল জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।