ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ মহিলা কারবারী আটক
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-১৪ ০৫:৪১:২৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত রুবি আক্তার (২৭) উপজেলার নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার স্ত্রী। ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে মাদক কারবারী রুবি আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ হাজার ৬শত পিস ইয়াবা ও নগদ ৬১ হাজার পঞ্চাশ টাকা জব্দ করা হয়। নবীনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ সোহেল জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ