ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির মাধ্যমে নিন্ম আয়ের মানুষের মাঝে পণ্য বিক্রয়
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-১৪ ০৫:৩৮:৩২
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলার নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে টিসিভির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাপক সারা পেয়েছে। নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে পৌরসভা, সদর উপজেলা ইউনিয়নের নির্ধারিত স্থানে টিসিভির পণ্য বিক্রয়ে থাকছে ২ কেজি তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি ভোক্তাকৃত ম‚ল্য ৪০৫ টাকা দামে বিক্রয় হচ্ছে বলে জানান ডিলারগন। ইতিমধ্যে ৪ টি স্থানে ডিলারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ৭ দিনের টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম চলবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলা নির্দিষ্ট ডিলারের মাধ্যমে কার্ডধারীগণ পণ্য কিনতে পারছেন। মোট ১৬৬১৮ জন ফ্যামিলি কার্ডধারীগণ পণ্য কিনতে পারবেন।
বাংলা দেশের মোসলমানরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ না : মঈন খান
টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ
পলাশে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম