ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সিরাজগঞ্জে বীজ বিনামূল্যে ও সার বিতরণ
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-১১-১৪ ০৫:৩৪:২২
সিরাজগঞ্জের সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যের বীজ ও সার বিতরণে কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ আনোয়ার সাদাত। অতিরিক্ত কৃষি অফিসার শমির্ঠা সেন গুপ্তা সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা , পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ প্রমূখ। এমপি মুন্না বলেন,সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কথা ভেবে বর্তমানে রবি শস্য উৎপাদনে এবং কৃষকদের উন্নয়নে শেখ হাসিনা নানা রকম প্রদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তাই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর সবকিছুই সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতা ও কৃষকদের অধিক পরিশ্রমের কারনেই। কৃষক জমিতে বিভিন্ন প্রজাতির সবজি ও সোনালী ধান উৎপাদন করছে বলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ১০ ইউনিয়নের ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালিন পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ এবং সার বিনা মূল্যে বিতরণ করা হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ