ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১১-১৪ ০৩:০৫:৪৯
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিস কে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সিরাজগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ বিএমএ’র সভাপতি ডাঃ জহুরুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, অধ্যাপক ডাঃ এস এম আকরাম হোসেন, ডায়াবেটিস বিশেজ্ঞ চিকিৎসক ডাঃ একেএম জিয়াউল কবির, ডাঃ মীর শাখাওয়াত হোসেন,নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আরমান আলী ও সহকারি পরিচালক (প্রশাসন) আব্দুস সালাম প্রমূখ।এসময় বক্তারা বলেন, সারা বিশ্বের সাথে বাংলাদেশে ও প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এক কোটির উপরে নিবন্ধিত ডায়াবেটিস রোগী রয়েছে। ২০০৪ সালে সিরাজগঞ্জে ডায়াবেটিস নিবন্ধিত রোগীর সংখ্যা ছিলো ১২ হাজার এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজারের উপরে। ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে নিয়মিত হাটা, খাদ্যা ভ্যাস পরিবর্তন ও সুশৃংখল জীবন যাপনের জন্য সবার প্রতি আহবান জানানো হয়।
ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত