ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ডিআইইউতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
  • ডিআইইউ প্রতিবেদকঃ
  • ২০২২-১১-১২ ০৮:১৬:৪২
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) "জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্বঃ শিক্ষা, পরিবেশ, জ্বালানি শক্তি ও অর্থনীতি" শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এম এই পাটোয়ারী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মেলনে "নেচারাল বেইসড সলিউশন ফর কস্টাল প্রোটেকশন ইন বাংলাদেশ" শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জি এম তারেকুল ইসলাম এবং "দ্যা ক্লাইমেট চেঞ্জ এন্ড রিলেটেট হেলথ ইস্যু এন্ড সাম সাজেশন ফর দা সেম" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ভারতের সুশান্ত ইউনিভার্সিটির স্কুল অব হেলথ সায়েন্সের পরিচালক ড. রাহুল শার্মা। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া মেহজাবিনের সঞ্চলনায় উদ্বোধনী বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। সম্মেলনে প্রথম সেশনের পেপার প্রেজেন্টেশন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক বিকাশ চন্দ্র সরকার সহ অনেকে। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোঃ ফখরুল ইসলাম, কমিশনের কোয়ালিটি এসুয়ারেন্স বিভাগের পরিচালক ড, দুর্গা রানী সরকারসহ অনেকে। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের প্রায় ২০০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞ অংশগ্রহন করেন।
গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ