ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
তিস্তা ব্যারাজ এবার ঘুরে গেলেন মন্ত্রী পরিষদ সচিব
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-১১ ১১:০৭:১৮

তিস্তা মহা পরিকল্পনা নিয়ে যখন আলোচনা চলছে সর্বত্র, ঠিক সেই সময় চীনের রাষ্ট্রদুতের পর এবার মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ঘুরে গেলেন। 

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা ব্যারাজের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।  পরে তিস্তা নদী পাড়ে অবস্থিত রাষ্ট্রীয় ভবন “অবসর” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন শেষে রাত্রী যাপন করেন। 

এ সময় অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার, উপ-সচিব সাজ্জাদুল হাসান, ইশতিয়াক আহমেদ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের রংপুর নির্বাহী প্রকৌশলী আমিনুল হক ভুঁইয়া, হাতীবান্ধার ইউএনও নাজির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন তার সঙ্গে ছিলেন।
 
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয়। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র এ সাক্ষাৎতে তিস্তা মহা পরিকল্পনা বিষয়টি উঠে আসে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ