ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হাতীবান্ধায় চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন করলেন ভাইস চেয়ারম্যান সমর্থকরা
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-১০ ০৯:৪৭:১৮
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারকে মারধর, শ্লীলতাহানি ও অফিস ভাংচুরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মশিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন জেসমিন সমর্থকরা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় উক্ত মানববন্ধন করেন ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের সমর্থকরা। প্রথমে পুলিশ মানববন্ধনে বাঁধা দিলে পরে পুলিশী বাঁধা ভেঙ্গে মানববন্ধন করেন জেসমিন নাহারের সমর্থকরা। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দিলিপ কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ। উল্লেখ, গত সোমবার টিআর, কাবিখা, কাবিটা নিয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতরে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের মধ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একে অপরকে দায়ি করে আসছেন। ওই ঘটনায় রাতে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আসামী করে ৮ জনের বিরুদ্ধে মারধর ও শ্লিলতাহানির অভিযোগ তুলে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী