ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের সম্মেলন কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১১-১০ ০৯:৩৪:০৯
- Print
৮ বছর পর আগামী শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে। সম্মেলন সফল করতে ব্যস্ত সময় পার করছেন এখন নেতাকর্মীরা। শহরের নিয়াজ মুহম্মদ ষ্টেডিয়ামে এই সম্মেলন হবে। এরইমধ্যে শহর ডাকা পড়েছে ব্যানার-ফেষ্টুনে। হয়েছে অনেক তোরন।
২০১৪ সালের ২৯ শে ডিসেম্বর সম্মেলন হয় জেলা আওয়ামী লীগের। এরপর ৮ বছরে নেতাদের মৃত্যু আর নিস্ক্রিয়তায় দল দুর্বল হয়ে পড়ে অনেকখানি। তবে এখন আলোচনা কে হচ্ছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। যদিও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক দু-জনেই প্রার্থী নন বলে জানিয়েছেন। আল মামুন সরকার বলেন-আমি কোন ক্যান্ডিডেট নই। আমার রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, আওয়ামীলীগ,কোথাও আমি চেয়ে পদ নেইনি। দলই নির্ধারন করেছে কখন কোন পদে থাকবো। বিগত সম্মেলনে আমি কোন প্রার্থী ছিলামনা,এবারের সম্মেলনেও আমি প্রার্থী নই। বর্তমান সিনিয়র সহ-সভাপতি,সাবেক মেয়র হেলাল উদ্দিনও একই কথা বলেছেন। তিনি বলেন-দলের সভানেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি বা সাধারণ সম্পাদক যে পদেই রাখেন আমি দলের জন্যে কাজ করে যাব। ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের সবকিছুই তার নখদর্পনে। কাকে কোথায় দিলে দল ভালো চলবে সেটি তিনি ভালোভাবেই অবগত আছেন। আশা করি আমি বঞ্চিত হবোনা। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন-আমি কোন পদেই প্রার্থী না। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার। তিনি যাকে রাখেন,সেই থাকবে। আমাকে রাখলে রাখতে পারেন। তবে আমি ক্যান্ডিডেট হয়ে থাকবোনা। ক্যান্ডিডেটতো যে কেউ হতে পারে।
তবে ব্যানার-ফেষ্টুন ও পোষ্টারে পদ আকাঙ্খা জানিয়েছেন অনেকে। শুধু তাই নয় মহল্লা-ওয়ার্ডের লোকজন ডেকে সভা করেছেন সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থী বর্তমান সহ-সভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন। তবে ডামি প্রার্থী হিসেবেও নাম ছড়িয়েছে অনেকের। জেলার সংসদ সদস্যদের মধ্যে বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য,সাবেক মুক্তিযুদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব: এবি তাজুল ইসলাম এবং নাসিরনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময় আলোচনায় উঠে আসে। যদিও তাদের ঘনিষ্ট সুত্রগুলো এমন কোন আভাস-ইঙ্গিত দেয়নি। সভাপতি হিসেবে জেলার কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আনিসুল হকের নাম আগে জোরেসোরে আলোচিত হলেও এখন সেটি নেই। তিনি নিজ উপজেলা কসবার সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান দুই যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু এবং মাঈন উদ্দিন মঈনের নাম আলোচনায় আছে। তবে মন্টুর ব্যাপক প্রচারনা দৃশ্যমান।
তবে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকই আবার স্বপদে থাকছেন। আবার সভাপতি পরিবর্তন হবেনা,সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসছে,এমন নানা আলোচনা চলছে। আল মামুন সরকার সদ্য জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাবেক মেয়র হেলাল উদ্দিন দলের সাধারণ সম্পাদক পদ পেতে পারেন বলেও আলোচনা ছড়িয়ে আছে। হেলাল এরআগেও সভাপতি প্রার্থী ছিলেন। মেয়র মনোনয়নেও বঞ্চিত হন দু’বার। দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে দলের দু-র্দিনের কর্মী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের নাম আলোচনায় রয়েছে। তিনি জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এবং জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সম্মেলন উদ্ধোধন করবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।