ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মর্যাদা পেতে সংবাদ সম্মেলন
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১১-১০ ০৪:২২:০৯
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু নামে এক অসহায় নারী তার স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী বলে দাবি করেন।
ঢাকার কলাবাগানের বাসিন্দা মোস্তফা রহমানের মেয়ে শিল্পী সংবাদ সম্মলনে তার লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের আগস্টে আব্দুল সাত্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি তার বাবার বাড়িতে থাকছেন। সাত্তার নানা প্রলোভনে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।
বিয়ের কিছুদিন পর থেকে শিল্পীর ভরণপোষণ বন্ধ করে দেয় সাত্তার।
শিল্পী আরও বলেন, এ বিষয়ে একাধিকবার স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের দারস্থ হলেও কোনো প্রতিকার পান নি। উল্টো সাত্তার তাকে মারপিট ও খুন করার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় গত ৪ নভেম্বর নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরী এবং আদালতে মামলা করেন। পরে তিনি জানতে পারেন সাত্তার তাকে বিয়ে করার আহর আরও তিনটি বিয়ে করেছেন। এখন তিনি স্ত্রীর মর্যাদা পেতে সবার সহযোগীতা কামনা করেন।