তিন দিনব্যাপী রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-
২০২২-১১-০৯ ০৬:১৩:৫৯
- Print
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা তিন দিনব্যাপী ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে মঙ্গলবার ( ৮ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ের সামনে তৃতীয় দিনে দরিদ্র পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সমাপ্তি হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এ সময় আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, নির্যাতিত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো । আমরা সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছি । সুখে-দুখে পাশে থেকেছি । এছাড়া যারা সাধারণ ও নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন করবে তারা যতই প্রভাবশালী হোক প্রতিবাদ করেছি এবং করে যাবো ।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, কায়েতপাড়াবাসীর প্রতি আমি অনেক সন্তুষ্ট। আমি কায়েতপাড়া বাসীর সুখে দুঃখে বিপদে-আপদে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েত পাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরো অনেকে।