ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আমতলীতে মাছ শিকারে মেতেছে শৌখিন মৎস্য শিকারিরা
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১১-০৭ ০৭:৫০:০৩

আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীর ফেরিঘাটে   ছিপ দিয়ে মাছ শিকারের উৎসবে মেতেছেন শৌখিন মৎস্য শিকারিরা। কেউ কেউ এই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। শিপ দিয়ে মাছ শিকারে ঘন্টার পর ঘন্টা ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাট পল্টনে, লঞ্চ ঘাট পল্টনে কেউ আবার নদীর তীরে ব্লকে বসে মাছ শিকার করেন। ছোট, বড়, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ মাছ শিকার করেন সেখানে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন শিকারি সারিবদ্ধভাবে বসে টানা বরশি দিয়ে মাছ শিকার করছে এবং  পাশে কিছু উচ্ছুক জনতা মাছ শিকারের সেই দৃশ্য উপভোগ করছে।

জানা যায়, নদীতে বিগত কিছুদিন ধরে বোয়াল, পাঙ্গাশ, চিংড়ি ধরা পরতেছে তাই সিপ নিয়ে মাছ শিকার করেতে শুরু  করেছেন অনেকে। এখানে অনেকে পেশা হিসেবে আবার অনেকে শখের বসে মাছ শিকার করতে আসে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাছ শিকারে ব্যস্ত সময় পার করেন তারা। তবে ছোট মাছের পাশাপাশি বড় বোয়াল, পাঙ্গাশ মাছ আটকা পড়ে শিকারির বরশিতে।

ফেরিঘাটে মাছ শিকারে আশা কাওসার বলেন, মাছ ধরা হলো অত্যন্ত ধৈর্যের একটা কাজ এবং এটা নেশার মত। গত কয়েক দিন থেকে এই জায়গায় বরশি দিয়ে মাছ ধরা খুব বেড়ে গেছে। ফেরিঘাটের এই স্থান অনেক গভীর তাই এখানে বড় বড় মাছ পাওয়া যায়। অনেকে সারাদিনে একটা মাছও পায়না। আবার অনেকে দুইটা তিনটা বা তারও বেশি মাছ পায়। আমার মত অনেকেই বিকেল হলে এখানে মাছ শিকার করতে আসেন। এদের মধ্যে অনেকে সরকারি চাকরি করেন। আমি কোনদিন মাছ পাই আবার কোনদিন পাইনা। এছাড়াও অনেক পেশাদার মাছ শিকারি আছে যারা বিক্রির জন্য মাছ শিকার করেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ