ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শ্রমিকদের মারধরের প্রতিবাদে কালিয়াকৈরে লিংকটেক্স কারখানায় শ্রমিকদের বিক্ষোভ কর্মবিরিত
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২২-১১-০৬ ০৭:৫৫:৪৬
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় লিংকটেক্স স্পোর্ট ওয়্যরি লিমিটেড নামের পোশাক তৈরী কারখানার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসুচী পালন করে। কারখানায় শ্রমিকদের মারধরের প্রতিবাদ এবং অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার মুলফটক বন্ধ করে শ্রমিকরা ওই কর্মসুচী পালন করে। এসময় শ্রমিকরা বিনা কারনে কারখানার ৭০ জন শ্রমিকদের ছাটাইয়ের প্রতিবাদ করে। এঘটনায় কারখানা এলাকায় আতংক বিরাজ করতে দেখা গেছে। শ্রমিক পুলিশ ও কারখানা সুত্রে জানা যায়, কালিয়াকৈরে মৌচাকের নিশ্চিন্তপুর এলাকার লিংকটেক্স স্পোর্টস ওয়্যার লিমিটেড কারখানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ ভুল হওয়ার অভিযোগ এনে কারখানার আয়রণ সুপার ভাইজার সোহাগ মিয়া, আয়রন সহকারী ইমরান হোসেন ও আয়রন হেলপার ইনামুল হোসেনকে কারখানার নিরাপত্তাকর্মীদের কক্ষের পিছনে নিয়ে লোহার পাইপ দিয়ে বেধরক মারধর করেন কারখানার কোয়ালিটি ম্যানেজার মহসিনউজ্জামান। এতে ওই তিনজন আহত হয়। এসময় তিন শ্রমিককে মারধরের খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ খবর শুনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর মুল ফটকের সামনে অবস্থাণ নেয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা অভিযুক্ত কারখানার কোয়ালিটি ম্যানেজার মহসিনউজ্জামানের অপসারন এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থালে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যার্থ হয়। শ্রমিকরা পুলিশের কথা না শুনে মারধরের প্রতিবাদ এবং অভিযুক্তদের অপসারনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিকেলে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ অভিযুক্ত কোয়ালিটি ম্যানেজার মহসিন উজ্জামানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়। এতেও শ্রমিকরা শান্ত না হয়ে কারখানার ম্যানেজার এডমিন মুক্তার হোসেন এবং এইচ আর এডমিন কামরুজ্জামানেরও অপসারণ দাবি করেন। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানা একদিনের ছুটি ঘোষনা করলে শ্রমিকরা কর্মসুচী অব্যাহত রেখে বাসায় চলে যায়। কারখানার শ্রমিক আবু তাহের,আতিকুর,শাহিন,নুুপুর, রানী,শান্তা,রোজিনা বলেন, বিনা কারনে কারণার তিন শ্রমিককে মারধর করেছে। মাঝে মধ্যে সামান্য ভুল হলে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করা হয়। এর আগে বিনা কারনে কারখানার ৭০ জন শ্রমিককে ছাটাই করা হয়। কারখানার তিন শ্রমিককে মারধর এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারনের দাবিতে আমরা কারখানায় কর্মবিরিতি পালন করছি। কারখানা এডমিন ম্যানেজার মুক্তার উজ্জামান বলেন, সকাল থেকে শ্রমিকরা কারখানায় ৩ জন শ্রমিককে মারধরের ঘটনায় কর্মবিরিত পালন করছে। পরে বিকেলে শ্রমিকদের দাবিতে কোয়ালিটি ম্যানেজার মহসিন উজ্জামানকে চাকরি থেকে অব্যাহতি দিলেও শ্রমিকরা তাদের কর্মসুচী বহাল রাখে। পরে পরিস্থিতি শান্ত রাখতে কারখানা আজকের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জুনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে কারখানায় এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। কিন্ত শ্রমিকরা শান্ত না হয়ে অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি করে। পরে বিকেলে অভিযুক্ত কোয়ালিটি ম্যানেজার কে অব্যাহতি দিলেও শ্রমিকরা তাদের কর্মসুচী বহাল রাখে। পরে কারখানা ছুটি ঘোষনা করলে শ্রমিকরা বাড়ী চলে যায়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত