ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আমতলীতে সমবায় দিবস পালিত
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১১-০৫ ০৮:১২:১৯
বরগুনার আমতলীতে ০৫ নভেম্বর শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা সমবায় কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সমবায় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) তামান্না আফরোজ মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত রনজিত কুমার সরকার, উপজেলা সমবায় অফিসার মোঃ জগলুল হায়দার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতির নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ