ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মেয়ের মরদেহ ভাসছে পুকুরে, মা করছে সম্মেলন
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১১-০৫ ০৭:০৮:৩৪
নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের কিরন মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে প্রতিবেশি আরও দুই শিশুকে সঙ্গে নিয়ে মরিয়ম বাড়ির পাশে একটি পুকুর ঘাটে খেলতে যায়। খেলার একপর্যায়ে মরিয়ম পুকুরে পড়ে যায়। পরে সঙ্গে থাকা দুই শিশু বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে প্রতিবেশিরা জানায়, সকালে নিহতের মা ডলি বেগম শিশু মরিয়মকে বাড়িতে একা রেখে পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যায়। মরিয়মের পানিতে ডুবে যাওয়ার খবর দিতে গিয়ে বাড়িতে তার মাকে না পেয়ে সম্মেলনে খবর পাঠালে তিনি সেখান থেকে ছুটে আসেন। পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী