শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
-
২০২২-১১-০৫ ০৫:৫৫:১৪
- Print
"বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে সমবায়ীদের উপস্থিতিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা চত্বরে র্যালি বের হয়। পরে শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান,বিআরডিবি’র চেয়ারম্যান মো. লুৎফর রহমান,ট্যাংকলরি সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হোসেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। তারা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, হয়েছে ডিজিটাল। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নয়নশীল দেশ।
আলোচনা সভাটির সঞ্চালনায় করেন, সেবা সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।