ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পলাশে আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃতু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১১-০৪ ১২:০৭:৩২
নরসিংদীর পলাশে আসামী ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়। কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোনার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, বৃহস্পতিবার রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করাকালীন ভোর রাত ৪টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সঙ্গে গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টায় পলাশ থানা চত্বরে প্রথম দফা এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সে দুপুর পৌনে ২টার দিকে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে তৌফিকুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী