ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
তিস্তায় রুপালি ইলিশ
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-০৪ ০৮:২৫:৫৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে রুপালি ইলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদী থেকে ইলিশটি ধরা পড়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে একই উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে চারজন জেলের সঙ্গে তিস্তা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে ভুল্ল্যারহাট এলাকায় পৌঁছালে তার ঝাকি (পাকজাল) জালে অন্যান্য মাছের সঙ্গে একটি রুপালী ইলিশ ধরা পড়ে। প্রায় ৫শ গ্রাম ওজনের ইলিশটি পেয়ে আনোয়ার হোসেন বেশ খুশি।

তিস্তা নদীতে জেলেদের জালে রুপালী ইলিশ ধরার খবরে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি।

আনোয়ার হোসেন বলেন, শখের বশে বাড়ির ঝাকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে তিস্তায় মাছ ধরতে যাই। ভুল্ল্যারহাট এলাকায় পৌঁছালে আমার জালে একটি ইলিশ মাছ ওঠে। এই নদীতে আমার জালে ইলিশ ধরা পড়বে ভাবতেই পারিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী