ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ছাত্রদল নেতার কাছে হারলেন আ’লীগের প্রার্থী
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-০৩ ০৬:৫৭:৩৫
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম‌্যান পদে উপ-নির্বাচনে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের কাছে হেরেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আশরাফুল হক মিঠু। মঙ্গলবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গত ১১ আগষ্ট ওই ইউনিয়নের চেয়ারম‌্যান হবিবুর রহমান হবির মৃত‌্যুর পর শুন‌্য চেয়ারম‌্যান পদে মঙ্গলবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১০টি কেন্দ্রে ২১ হাজার ৮ শত ২২ জন ভোটার থাকলে ভোট দিয়েছেন ১২ হাজার ২শত ৫৮ জন ভোটার। ওই ভোটে ৪ জন প্রার্থীর মধ‌্যে বিএনপি সমর্থিত প্রার্থী জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন পেয়েছেন ৮ হাজার ৯ শত ৫২ ভোট । আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আশরাফুল হক মিঠু পেয়েছেন ২ হাজার ৭ শত ৪৬ ভোট, মাওলানা একরামুল হক (হাতপাখা) পেয়েছেন ৪ শত ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান (মটর সাইকেল) পেয়েছেন মাত্র ৬৪টি ভোট। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব‌্যাপক প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। মাঠে ছিলেন ৫ জন ম্যাজিস্ট্রেট, ১ শত ৫০ জন পুলিশ, ১৭০ জন আনসারসহ বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। ইউনিয়নে ১০টি কেন্দ্রে ভোট গ্রহনের দায়িত্বে ছিলেন ২২০ জন কর্মকর্তা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী