ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
লালমনিরহাটে একটি ইউনিয়নে চেয়ারম‌্যান পদে ভোট গ্রহন শুরু
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-০২ ০২:৪৯:৫৯
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে আজ বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সকাল আটটা শুরু হওয়া এ ভোট গ্রহন বিকেল চারটা পর্যন্ত চলবে। ভোটারা তাদের ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করেছেন। চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইলেকট্রনিকস ভোটিং মেশিন, ইভিএমে ভোটগ্রহণ করা হবে। প্রার্থীরা হলেন, আঃ মান্নান মোন্নাফ (মটর সাইকেল), আশরাফুল হক মিঠু (নৌকা), একরামুল হক ( হাতপাখা) ও নাজমুল হক লিমন ( ঘোড়া)। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব‌্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে থাকছে ৫ জন ম্যাজিস্ট্রেট, ১ শত ৫০ জন পুলিশ, ১৭০ জন আনসারসহ র‌্যাবের বিশেষ টিম। ইউনিয়নে ১০টি কেন্দ্রে ভোট গ্রহনের দায়িত্বে আছেন ২২০ জন কর্মকর্তা । এ ইউনিয়নে পুরুষ ও মহিলাসহ মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৮২২ জন। গত ১১ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান হাবিবুর রহমান হবির মৃত্যুতে চেয়ারম্যান আসন শূন্য ঘোষণা করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ