ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপনী
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১১-০১ ০৭:৩৯:২৮
সিরাজগঞ্জে অরুণিমা সঙ্গীতালয়ের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সদস্য আহবায়ক কমিটির সভাপতি আসাদ উদ্দিন পবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)। নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষক এ কে আজাদ এবং বিশিষ্ট সংঙ্গীত শিল্পী মনিকা ইয়াসমিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, নজরুল একাডেমি সাধারণ সম্পাদক ডা.জান্নাত আরা হেনরী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীন বন্ধু দাস, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংঙ্গীত শিক্ষক মো.জাহাঙ্গীর কবির,অরণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী প্রমূখ। এসপি আরিফুর রহমান মন্ডল বলেন, একজন মানুষ যে কোনো বয়সে হোক না কেনো। তার দিনটি যদি শুরু হয় সংঙ্গীত চর্চার মধ্যে দিয়ে কিংবা শুরু হয় সংঙ্গীত শোনার মধ্যে দিয়ে। সংঙ্গীত মূলত দুটি ধারাকে কেন্দ্র করে সৃষ্টি। একটি প্রকৃতি এবং একটি মানুষ। প্রকৃতি এবং মানুষের উপর বৃত্তি করে সংঙ্গীত শুধু নয় যে কোন সাহিত্য কিংবা শিল্প সৃষ্টি হয়। সংঙ্গীতের অপার যে অপরিসীম ক্ষমতা মানুষের মনোজাগতিক যে অভবায়ম আছে সেখানে প্রবেশ করার ক্ষমতা এটি অপরিসীম।তিনি আরও বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা একজনকে মাদক গ্রহণ করতে, ইভটিজিং করতে কিংবা উগ্রবাদ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়া থেকে বিরত রাখে। সংঙ্গীত চর্চা মাধ্যমে সামাজিক বিকাশ, ব্যক্তির বিকাশ, সমাজের বিকাশ, পারিবারিক বিকাশ, এই পূনাঙ্গ বিকাশে পিছন কারিগর ভূমিকা কাজ করছে। একটি সংঙ্গীত কিন্তু কমপক্ষে একটি ব্যক্তিকে সামাজিক ব্যাধি কিংবা সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখে। সমাজে যত বেশি সুস্থধারার সংস্কৃতির চর্চা হবে তত বেশি আমরা লাভবান হবো। অপরাধ মন সৃষ্টি প্রতিরোধে পিছনে কিন্তু অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে এই শিল্প বা সংস্কৃতি। এসময় পৌর কাউন্সিলর আহসান হাবিবা স্বপ্না সহ অরুণিমা সঙ্গীতালয়ের শিল্পীরা,অভিভাবক গণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!