ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শ্বশুর বাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় জামাইয়ের মৃত্যু
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-০১ ০৬:১৩:৪৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের বুড়িমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল মালেক নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার আব্দুস সোবহান মাষ্টারের ছেলে এবং পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার আবুল কালামের জামাতা। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে শ্বশুর আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল মালেক। সোমবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশে রেল লাইনে হাটতে হাটতে মোবাইলে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী