র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সকল অভিযোগের জবাব দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি কূটনৈতিক। তবে সরকার বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন পিপিএম।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটে র্যাব-৯ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র্যাব। সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি। সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে সক্রিয় ভূমিকা রাখছে র্যাব। সংস্থার কেউ যদি আইনবিরোধী কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অনেক অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বান্দরবানে অপারেশন এখনও চলমান আছে। গহিন অরণ্যে কেন, দেশের অন্য কোথায় যদি তাদের অস্তিত্ব থাকে সেখানেও জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলবে। জঙ্গি সন্ত্রাসীদের জন্য র্যাব হবে আতঙ্কের নাম।
আমেরিকার নিষেধাজ্ঞায় যে সংস্কারের কথা বলা হয়েছে তার দায়িত্ব সরকারের। কিন্তু র্যাব তার নীতিতে অবিচল- সংস্থায় কেউ যদি অপরাধ করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।