ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
লালমনিরহাটে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ১
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১০-৩১ ০৯:৫৮:৪৮

লালমনিরহাটের হাতীবান্ধায় ৮ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। আটক হাসানকে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেন হাতীবান্ধা পুলিশ।

এর আগে গত রোববার রাতে ওই শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে হাসান আলীকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।  হাসান আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মৃত বাচ্চা মিয়ার পুত্র।

হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানায়, গত রোববার সকালের দিকে ওই শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে হাসান আলী শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পারলে প্রথমে শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দেন।

ওই ঘটনায় রোববার রাতে হাসান আলীকে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ