ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখ
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২২-১০-৩১ ০৯:৫১:৫২

আগামী ১৬ নভেম্বর আসন্ন রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজ দলীয় ও ব্যক্তি সমর্থিত স্বতন্ত্র ৫জন মেয়র পদের প্রার্থীরা নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সাজেদুর রহমান মিঠু দলীয় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য তাজুল ইসলাম মোঃ ফারুকের জোষ্ঠপুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

বেলা দুইটা দশ মিনিটে দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন এসময় তার সাথে ছিলেন পৌরসভা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা মাসুম ও যুবদল নেতা উজ্জ্বল। 

বেলা ২ টা ২০ মিনিটে ২০২১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শেষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জার্জিস হোসেন সোহেল স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে এর পক্ষে  মনোনয়নপত্র জমা দেন পৌরসভা বিএনপি'র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, মনিরুল ইসলাম, মুকুল হোসেন। 

দুর্গাপুর পৌরসভা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দুর্গাপুর ডিগ্রী  কলেজের সহকারী অধ্যাপক স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াউল হক রতন ও পৌরসভার যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি'র প্রবীণ নেতা ও উপজেলা ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা আবু সাঈদ তোতা, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম, পৌরসভার যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মজনুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পৌরসভার ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন, যুবদল নেতা রাকিবুল ইসলাম সহ স্ব-স্ব প্রার্থীর নিজকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি উপজেলায় ভোটগ্রহণ শুরু
নাগেশ্বরীতে মাদক সম্রাট ও জুয়ার মুখ্য আমিনুল তেলী ও আবুল কসাই
স্মার্ট বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে আইইবি ‘র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ