ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে চান, আলহাজ্ব মাহফুজুল হক টিপু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১০-৩১ ০৯:৩৯:৩৪

মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে চান, আলহাজ্ব মাহফুজুল হক টিপু কার্যকরী সদস্য নরসিংদী জেলা আওয়ামীলীগ ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

মুনসেফেরচর ইটাখোলা কাঠালতলা কাসেমুল উলুম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাজারো মুসল্লীদের উদ্দেশ্যে আবেগ ভরা কন্ঠে বলেন সারারাত ওয়াজ নসিহত শুনবেন কোন কাজে আসবে না যদি আমল না করেন। বিশেষ করে আল্লাহ এবং আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছতে হলে যার যার ঘরে মা জননী ও পিতা আছে তাদের খেদমত করেন। 

ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে মিশে মাদকাসক্ত কিনা খেয়াল রাখুন, মাদকাসক্ত সন্তান পিতা-মাতার জন্য অভিশাপ,মাদকাসক্ত হলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ভালো কাজ করার মন-মানসিকতা হারিয়ে ফেলে। হাজারো মুসল্লিদের সামনে এ কথাগুলি বলছিলেন শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের চরগোপি গ্রামের শিক্ষা অনুরাগী বিশিষ্ট দানবীর মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় যিনি ভালোবাসা বিলীন করে যাচ্ছেন, শিবপুর উপজেলার সবকটি ইউনিয়নে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো ও সহযোগিতা যার প্রতিদিনের কাজ , যিনি মানুষের সেবাকে এবাদত মনে করেন আলহাজ্ব মাহফুজুল হক টিপু কার্যকরী সদস্য (সাবেক) ও বিশিষ্ট সমাজসেবক।

মাহফুজুল হক টিপু হাজারো জনতার উদ্দেশ্যে বলেন মানুষের জন্য কাজ করতে পেরে আমার ভালো লাগে। আমার পূর্বপুরুষের ইতিহাস সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি এই অঞ্চলের সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

আলহাজ্ব মাহফুজুর রহমান টিপু আরো বলেন, ‘‘ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুচক্রীমহল হত্যা করেছে। অথচ তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আছি সেটাও সম্ভব হতো না। সেই মানুষটির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই এই মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসিব করেন। তার আদর্শ ছিল মানুষের সেবা করা, দেশের সেবা করা। আমরা যেন সেই আদর্শ পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারি।’

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা