ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ড্যাফোডিলে ইরাসমাস ল্যাবের উদ্বোধন
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-১০-৩০ ০৯:১৭:০৪
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইরাসমাস ল্যাবের উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল্যাব উদ্বোধন শেষে তিনি একটি সেমিনারে অংশগ্রহণ করেন। ইরাসমাস ল্যাব দেখে অত্যন্ত আপ্লুত হয়ে সাংবাদিকদের চার্লস হোয়াইটলি বলেন, ইরাসমাস সাপোর্টেড সুন্দর ল্যাব দেখে আমি অত্যন্ত খুশি। বাংলাদেশের সাথে মিলিত হওয়ার এটি একটি ভালো উদাহরণ। ইরাসমাসের বিভিন্ন প্রোগ্রাম দেখে আমি খুশি। আমি খুশি যে ভালো ছাত্ররা শক্তিশালী স্কলারশীপ নিয়ে ইউরোপ যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টিও স্কলারশীপ প্রোগ্রাম ও ইরাসমাসের অন্য প্রোগ্রাম নিয়ে অনেক উৎসাহী। আমি এখানে এসে বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষার্থীদের দেখে খুব খুশি। তিনি আরও বলেন, সবসময় ইউরোপীয় ইউনিয়ন যেকোন বিষয়ে বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া বাংলাদেশের সব বিষয়ে সহযোগীতা করবে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার মান বাড়ানোর উদ্দেশ্যে ইরাসমাস প্রোগ্রামের মাধ্যমে স্কলারশীপ এবং একাডেমিক সহায়তা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন। ২০১৬ সাল থেকে ইরাসমাসের সাথে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান ড. সবুর খান, উপচার্য প্রফেসর ড. এসএম মাহবুবুল হক মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফে. ড. মোহাম্মদ ফখরে হোসেনসহ আরো অনেকে।
গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ