ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১০-৩০ ০৮:৫৫:১৫
নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার (৩০ অক্টোবর) সকাল সারে ৯টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে ঘটেছে। নিহত শিশুর নাম আদিব হাসান (৪)। তার বাবার নাম রফিকুল ইসলাম। এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। শিশুটি বেশ কিছুক্ষণ বাড়ি নেই বলে পরিবারের লোকজন খুঁজতে থাকে। খোঁজা-খুঁজির এক পর্যায়ে পাশের বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে পরিবারকে জানায়। এরপর সাথে সাথে শিশুটিকে পানি থেকে উঠিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে বাড়ি নিয়ে আসে। মা তার একমাত্র ছেলেটির মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মায়ের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। বিশ্বাস হচ্ছিল না তার আদরের সন্তান মৃত্যু হয়েছে। পরে তাকে আবারও নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। শিশু আদিব হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে দেখে আমার চোখ দিয়েও পানি চলে এসেছে। আমি নিজেও শোকাভিভূত। আল্লাহ যেন এমন ভাবে কোনো মায়ের বুক খালি না করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী