দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধানের জমিতে বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, থানায় অভিযোগ
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-১০-২৯ ০৯:৪৪:৩৭
- Print
দিনাজপুরের নবাবগঞ্জে ৩৩ শতক আমন ধানের জমি তে বিষ স্প্রে করে উঠতি আমন ধান নষ্ট করে দিয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষী।
আজ শনিবার আমন ধানের জমির মালিক খাইরুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাষী খাইরুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর মৌজায় পৈত্রিক সূত্র পাওয়া ৩০ শতক জমিতে রূপা আমন ধানের চাষ করেছেন। রাতের অন্ধকারে প্রতিপক্ষ হাকিমপুর উপজেলার রি কাবি খুলশী পাড়ার প্রতিপক্ষ আব্দুল ফজলের পুত্র আব্দুর রাজ্জাক (৪৫) আব্দুর রউফ( ৪০), জুয়েল মিয়া (৩৫) এবং আনোয়ার এর পুত্র খাইরুল ইসলাম (৩০),নুর ইসলামের পুত্র মিঠু মিয়া (৩২)সহ আরো ৪-৫ জন গত২৪ অক্টোবর সোমবারে দিনগত রাতে তার আবাদী জমিতে বিষ স্প্রে করে। এরপর থেকেই তার আবাদের জমিতে ধান গাছ পুড়ে যায়। দুই তিন দিন পর তার সমস্ত জমির ধান পুড়ে যাচ্ছে।
নবাবগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জমিতে বিষ স্প্রে করে ধান নষ্ট হয়ে যাওয়ার আলামত সংগ্রহ করেছেন।