ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার দুপুরে একই লাইনে দুই ট্রেন, দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১০-২৮ ১১:৪১:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার দুপুরে একই লাইনে দুই ট্রেন ডুকে পড়ে।
 
এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

,এ নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ দেখা দিলে এ অচলাবস্থা দেখা দেয়। এই সময়ে
আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে।
 
আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস এর পিছনে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার ট্রেন অবস্থান করছে।

টেনের সহকারি চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে টেন দেখে থামিয়ে ফেলেন। কেবিন থেকে বলা হচ্ছে কোনো কাগুজে নির্দেশনা ছাড়াই টেন পিছাতে বলতে তাতে তিনি সায় দেননি। কাগজ পেলে টেন পিছনে নেওয়া হবে। 

টেনের পরিচালক (গার্ড) শফিকুল ইসলাম এ বিষয়ে কেনো কথা না চেয়ে ব্যস্ত আছেন বলে জানান। তবে চালকের সাথে সাথে তিনিও জরুরি ব্রেক কষেন বলে জানান তিনি।

স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, 'চালক সিগন্যাল অতিক্রম করে। কেন সেটা তিনি করলেন সেটা আমি জানিনা। পিছিয়ে নিতে কাগজ দেওয়া হয়েছে।'

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী