ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন মেয়র পুত্র সাজেদুর রহমান মিঠু
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২২-১০-২৭ ১৩:৫৭:৫৭
আগামী ১৬ই নভেম্বর আসন্ন দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীক পেলেন প্রয়াত মেয়র পুত্র সাজেদুর রহমান মিঠু। দলীয় মনোনয়ন ঘোষণা হয় দুর্গাপুর পৌর এলাকা সহ উপজেলা জুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগ কর নেতাকর্মী ও সমর্থকরা। পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক এর মনোনয়ন চেয়েছিলেন ১০ জন প্রার্থী থেকে ১০ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ১০ প্রার্থীর জনপ্রিয়তা ও ও ব্যক্তি ইমেজ যাচাই-বাছাই করে ২৬ আক্টোবর দলীয় প্রার্থী মনোনয়ন পান সদ্য প্রয়াত দুর্গাপুর পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু। এদিকে দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুকে অভিনন্দন জানিয়ে দুর্গাপুর পৌর সদরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শিমুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিল শেষে দুর্গাপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাজিদুর রহমান মিঠুর কর্মী সমর্থকরা মানুষদের মাঝে মিষ্টি বিতরন করেছেন। এ বিষয়ে সাজেদুর রহমান মিঠুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আসন্ন দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আমাকে যোগ্য মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতিক তুলে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি। দুর্গাপুর পৌর এলাকাবাসীর উদ্দেশ্যে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী মিঠু বলেন, দুর্গাপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনজরিপ চালিয়ে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের চাওয়া ও সাধারন ভোটাররা আমাকে চাওয়ায় জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এই নৌকার সম্মান রাখার দায়িত্ব আপনাদের। আগামী ১৬ই নভেম্বর আসন্ন দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার পিতার মতো আমাকেও আপনাদের পাশে থেকে জনগণের সেবা করার সুযোগ দিন। আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দ কর্মী সমর্থক ও সাধারন ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ