ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
জে.সি.আই এর সঙ্গে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর
  • ডেস্ক রিপোর্ট:
  • ২০২২-১০-২৭ ০৩:৪৩:০০

জে.সি.আই ঢাকা সেন্ট্রালের আয়োজনে ভিন্ন ক্যাটাগরির ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বনানীস্থ ভিলা আজজুর অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জে.সি.আই ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট হাবিবুর রহমান জুয়েল, জে.সি.আই ন্যাশনাল ডিরেক্টর আশিকুর রহমান, জে.সি.আই ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এম. কামরুল চৌধুরী এবং জে.সি.আই ঢাকা সেন্ট্রালের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ‘হোম ফার্ণিসার’র সত্ত্বাধিকারী সাদিয়া জান্নাত তানজী, পপুলার আইটির সত্ত্বাধিকারী তাহসীনা রব ও এস এইচ সংগিতা, ভিলা আজজুর এর সত্ত্বাধিকারী ওমর জামিল জুডু, ম্যান এমডির সত্ত্বাধিকারী জুয়েল আহমেদ।


চুক্তি অনুযায়ী সকল প্রতিষ্ঠান ১ বছর মেয়াদী জে.সি.আই বাংলাদেশের সকল সদস্যের জন্য সর্বোচ্চ ২০% ডিসকাউন্ট সুবিধা প্রদান করবে।

 

বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার (২৮ ডিসেম্বর)
সবজির স্বস্তি ম্লান চাল-মুরগিতে
বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৭ ডিসেম্বর ২০২৪