ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ব্যবসায়ীরা এখন আর হাওয়া ভবনের যন্ত্রণায় নেই : প্রধানমন্ত্রী
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-১০-২৬ ০৮:০৬:১৩

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা চিন্তা করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখান আর কোনো হাওয়া ভবনের যন্ত্রণায় আপনাদের (ব্যবসায়ীদের) ভুগতে হয় না।

বুধবার (২৬ অক্টোবর) গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর সব দলের ব্যবসায়ীর জন্য সমান পরিবেশ আমি সৃষ্টি করে দিয়েছি। আমরা কোনো দল বাছতে যাইনি।

‘এখানে কোনো হাওয়া ভবনও নেই, আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো উন্নয়ন উইংও নেই যে হাওয়া ভবনে এক ভাগ দিতে হবে, উন্নয়ন ভবনে এক ভাগ দিতে হবে। এই যন্ত্রণায় তো এখন আর আপনাদের ভুগতে হয় না। এটা তো আপনারা নিশ্চয় স্বীকার করবেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এখন প্রফিটের বিষয়ে চিন্তা করেন। আগে তো একটি বড় অংশ হাওয়া হয়ে যেত। এখন আর সেই ব্যবস্থা নেই। সেখান থেকে সবাইকে মুক্ত রেখেছি। তো সেটাই মাথায় রেখে যদি মনে করেন যে না- দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে।

তিনি বলেন, ১৪ বছর একটানা ধারাবাহিকভাবে আপনারা লাভজনক ব্যবসা করে গেছেন। আমরা কিন্তু করোনার সময়ও মোকাবিলা করলাম, প্রণোদনা দিলাম। আমার কাছে কেউ এসে দাবি করেনি বা বলেনি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি।

সরকারপ্রধান বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ইন্ডাস্ট্রি বন্ধ, তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। আমরা বলেছি, এখানে বন্ধ হতে দেব না। এখানে চালু রাখতে হবে। গার্মেন্টস শ্রমিকদের বেতন তো আমি দিয়ে দিলাম সব। প্রণোদনা প্যাকেজ করলাম, বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ শীর্ষ কয়েকজন ব্যবসায়ী।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা