ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আমতলীতে হেরোইন সহ ০২ জন আটক
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১০-২৬ ০৭:৫৬:১৫

বরগুনার আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে রাত আনুমানিক ৪ টার দিকে দুজনকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ ইমাম হোসেন সোহাগ ও এসআই নুরে জান্নাত কেয়া সংগীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আমতলী পৌরসভার মোঃ কালু হাওলাদার এর টিনের ভাড়াটিয়া ঘরের মধ্য হইতে মোঃ আফজাল হোসাইন (৪০) ও মোসাঃ সাবিনা ইয়াসমিন (৩৬) নামে দুই জনকে আটক করে। খোঁজ নিয়ে জানা গেছে উভয়ের ঠিকানা আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছুরিকাটা নামক স্থানে। দুজনের কাছেই আলাদা আলাদাভাবে সাদা পলিথিন প্যাকেটে মোড়ানো অবস্থায় সর্বমোট ৪২ পুরিয়া হেরোইন পাওয়া গেছে, যাহার ওজন ১৮ গ্রাম, অবৈধ বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। গ্রেপ্তারের পর আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ