ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতির টাকা ছিনতাইকালে আটক ১
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-২৬ ০৭:২২:২১

পটুয়াখালী  প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও দৈনিক গনদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়ার  কাছ থেকে ৩৩ হাজার টাকা ছিন্তাইয়ের সময় সুমন শরীফ নামের একজনকে আটক করেছে স্থানীয়রা। 

বুধবার (২৬অক্টোবর) দুপুর ১২ টার দিকে পৌরশহরের ফটিকের খেয়াঘাট এ ঘটনা ঘটে। আটক সুমন শরীফ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলিখালী গ্রামের হানিফ শরীফের ছেলে। 

সিনিয়র সাংবাদিক মো: গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে সাড়ে ১১টার দিকে  ইসলামি ব্যাংক থেকে ৩৩ হাজার টাকা উওোলন করেছি। এরপর আমি অটোরিকশায় বাসায় যাচ্ছিলাম নতুনবাজার এলাকায় পোঁছালে এই ছিনতাইকারী   অটোরিকশায় ওঠে  আমার পাশে বসে। পরে অটোরিকশাটি ফটিকের খেয়াঘাট  পৌঁছালে   পকেট থেকে ৩৩ হাজার  টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়  লোকজন  ধাওয়া করে তাকে টাকাসহ আটক করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: মনিরুজ্জামান জানান, শহরে কোনো ছিনতাইকারী  থাকবে না, ইতিমধ্যে  অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে তার বিরুদ্ধে আইননানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ