ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দুর্গাপুর মেয়র পদে মনোনয়ন তুললেন আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • ২০২২-১০-২৪ ০৯:৩২:৫০
বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরদিনেই রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন উত্তোলন করলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু। গত ২৩ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট মোতাবেক আগামী নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। তফসিল ঘোষণার পরদিন ২৪ অক্টোবর সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে মেয়র পদে মনোনয়ন উত্তোলন করলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ দুর্গাপুর-৫ আসন নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খাঁন, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভার ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারন সম্পাদক রাজু আহমেদ প্রমূখ। এসময় আমিনুল হক টুলু পৌরবাসীর উদ্দেশ্য বলেন, আমি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। দলের দূর্সময়ে আমি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি দলীয় নেতাকর্মী ও সাধারন ভোটারদের নিটক সমর্থন, সহযোগীতা ও দোয়া কামনা করেছেন মনোনয়ন প্রত্যাশী প্রভাষক আমিনুল হক টুলু।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ