ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১০-২৪ ০৯:২৫:৫১
- Print
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (১৭) নামে অটো রি·া চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মেঘনা নদীর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার আঠারোবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। রাসেল আশুগঞ্জে ব্যাটারি চালিত অটো রি·া চালাতো।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাসেল মা পরিবহন নামে ব্যাটারি চালিত অটোর রি·া চালাতো। গত শনিবার দুপুরে সে গ্যারেজে অটোা রি·া রেখে মেঘনা নদীতে গোসল করতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে গ্যারেজে ফিরেনি। পড়ে অনেক খোঁজাখোঁিজর পরও তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে এলাকাবাসী মেঘনা নদীর ফেরিঘাট নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসছে খবর পেয়ে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।