ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুরে দুর্ঘটনা এড়াতে যানবাহনে স্টিকারসহ লিফলেট বিতরণ
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২২-১০-২৪ ০৬:২২:৩৯
সড়কে প্রাণহানি বাড়ছেই। আর এসব দুর্ঘটনা এড়াতে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন যাত্রীবাহী বাসে নির্দেশনামূলক স্টিকার লাগানো হয়েছে। গাজীপুর বিআরটিএ সার্কেল এবং জেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাস ও বিভিন্ন ধরনের গাড়িতে স্টিকার লাগানো হয় এবং পরিবহণ শ্রমিক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পোস্টার লাগানো হয়। সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ এবং নির্দেশনামূলক স্টিকার লাগানো কর্মসূচিতে গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম বলেন, নগরীর বিভিন্ন যানবাহনে যেসব নির্দেশনামূলক স্টিকারগুলো লাগানো হলো সেগুলো মেনে চললে আমাদের দেশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো এড়ানো যাবে। বিশেষ করে মোটরযান চলনাকালে এয়ারফোন, মোবাইল ফোন ব্যবহার করবেন না, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করবেন না, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালাবেন না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেক করবেন না, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হবেন। এছাড়াও তিনি বিভিন্ন যানবাহন চালকদের উদ্দেশে মোটরযান চালানোর ক্ষেত্রে সড়ক নিরাপত্তা বিধানের জরুরি সতর্কীকরণ নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক নুরুল হোসেন, সাইদুর রহমান সুমন, গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান সরকার প্রমুখ। কর্মসূচিতে গাজীপুর ট্রাফিক পুলিশ এবং স্কাউট সদস্যরা সহযোগিতা করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী